অর্থবছরের শেষ দিনে রাজস্ব আহরণের সুবিধার্থে সোমবার (৩০ জুন) দেশের সব ব্যাংকে লেনদেন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা থাকে বিকাল ৪টা পর্যন্ত। আজ রাজস্ব জমাদানে ব্যবসায়ীদের বাড়তি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন